Songs BD
Sunday, January 9, 2022
Friday, December 31, 2021
Wednesday, December 29, 2021
তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল।
Lyrics: তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফু
=======
তুমি যষ্টি মুকুল,মিষ্টি
বকুল,বৃষ্টি ভেজা ফুল।
তুমি আলোর মিনার, নূর
মদিনার, জান্নাতি বুলবুল
তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি
বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল
তুমি যষ্টি মুকুল, মিষ্টি
বকুল, বৃষ্টি ভেজা ফুল।
তুমি আলোর মিনার, নূর
মদিনার, জান্নাতি বুলবুল
যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব
ওগো পুস্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ
যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব
ওগো পুস্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ
তুমি আমার নবী, প্রাণের
রবি, প্রাণের আওয়াজ বুল
তুমি রহমতে রাসুলতুমি জান্নাতি
বুলবু্ল, তুমি বৃষ্টি ভেজা ফুল
তুমি যষ্টি মুকুল, মিষ্টি
বকুল, বৃষ্টি ভেজা ফুল।
তুমি আলোর মিনার, নূর
মদিনার, জান্নাতি বুলবুল
তুমি আনলে বাহাড়, সুর্য
নাহার, বাসন্তি সাজে
তুমি সভ্যতারই জাললে আলো ধরণী মাঝে
তুমি আনলে বাহাড়, সুর্য
নাহার, বাসন্তি সাজে
তুমি সভ্যতারই জাললে আলো ধরণী মাঝে
তুমি প্রেমের নবী ধ্যানের
ছবি সবার প্রেমাকুল
তুমি রহমতে রাসুল, তুমি জান্নাতি
বুলবু্ল, তুমি বৃষ্টি ভেজা ফুল
তুমি যষ্টি মুকুল, মিষ্টি
বকুল, বৃষ্টি ভেজা ফুল।
তুমি আলোর মিনার, নূর
মদিনার, জান্নাতি বুলবুল
তুমি শ্রেষ্ট নবী, ফুল সুরভী,
প্রভুর প্রেমাস্পদ পড়ে
জিন পরিও দুরুদ তোমার প্রিয় মোহাম্মদ
তুমি শ্রেষ্ট নবী, ফুল সুরভী,
প্রভুর প্রেমাস্পদ পড়ে
জিন পরিও দুরুদ তোমার প্রিয় মোহাম্মদ
তুমি স্নেহের ছায়া,
মায়ার কায়া, রহমতে রাসুল
তুমি রহমতে রাসুল, তুমি জান্নাতি
বুলবু্ল, তুমি বৃষ্টি ভেজা ফুল
তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়াত
আর দ্বীনের তরে অকাতরে সয়েছো আঘাত
তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়াত
আর দ্বীনের তরে অকাতরে সয়েছো আঘাত
তুমি যষ্টি মুকুল, মিষ্টি
বকুল, বৃষ্টি ভেজা ফুল।
তুমি আলোর মিনার, নূর
মদিনার, জান্নাতি বুলবুল
তুমি যষ্টি মুকুল, মিষ্টি
বকুল, বৃষ্টি ভেজা ফুল।
তুমি আলোর মিনার, নূর
মদিনার, জান্নাতি বুলবুল
তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি
বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল
সমাপ্ত
Monday, December 27, 2021
Tuesday, November 30, 2021
হে নামাজি | He namaji | Abu ubayda | kazi nazrul islam
হে নামাজী আমার ঘরে নামাজ পড় লিরিক্স
হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ।
দিলাম তোমার চরণ-তলে হৃদয় -জায়নামাজ।
আমি গুনাহগার বে-খবর,
নামাজ পড়ার নাই অবসর
(তব) চরণ-ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ।।
হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ।
দিলাম তোমার চরণ-তলে হৃদয় -জায়নামাজ।
তোমার ওজুর পানি মোছ আমার পিরান দিয়ে
আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে।
যে শয়তানের ফন্দিতে ভাই,
খোদায় ডাকার সময় না পাই
সেই শয়তান যাক দূরে, শুনে তকবীরের আওয়াজ।।
হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ।
দিলাম তোমার চরণ-তলে হৃদয় -জায়নামাজ।
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম