Monday, November 15, 2021

Manush Manusher Jonno | Noble Man | Bhupen Hazarika |

 

মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে।
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে।
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে।
মানুষ মানুষকে পণ্য করে,
মানুষ মানুষকে জীবিকা করে।
মানুষ মানুষকে পণ্য করে,
মানুষ মানুষকে জীবিকা করে।
পুরনো ইতিহাস ফিরে এলে, লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে।
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে।
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী,
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি।
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী,
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি।
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ।
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ।
যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে।
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে।।

Sunday, August 8, 2021

মুসলিম আমি সংগ্রামী আমি

 মুসলিম আমি সংগ্রামী আমি

আমি চির রণবীর

আল্লাহকে ছাড়া কাউকে মানি না

নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর (২) (ঐ)

বিপ্লবী আমি চির সৈনিক

চির দুর্জয়, চির নির্ভীক

আল-কুরআনের শমসীর আমি

কুটি কুটি করি রাতের ভিড়

নারায়ে তাকবীর (ঐ)

কে সে কহে, আমি

ভেসে গেছি আজ

মিথ্যার সয়লাবে,

শক্তি আমার

দেখিও আবার

বাজবে দামামা যবে;

আল্লাহর নামে শক্তি অসীম

আলী হায়দার, ইবনে কাসীম (২)

সারা দুনিয়ার সরদার আমি

চির উন্নত উচু শির

নারায়ে তাকবীর (ঐ)

মুসলিম জাগে

কারবালা শেষে

কঠিন শপথ করে,

লাখো শহীদের

কলিজার দামে

নতুন পৃথিবী গড়ে;

সেই মুসলিম চির উদ্যম

তাইতো বজ্রশপথ নিলাম (২)

আল্লাহর রাজ গড়বো এবার

চির শান্তি-সুখের নীড়;

নারায়ে তাকবীর (ঐ)